সিলেটে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। শুক্রবার (২৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আগস্টের ৯ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে এ চ্যাম্পিয়নশিপ। কক্সবাজার স্টেডিয়ামে ফ্লাড লাইটের সুবিধা না থাকায় সেখানে ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে সিলেট ভেন্যুতেই অনুষ্ঠিত হবে এ আসরের সবগুলো ম্যাচ।
বয়সভিত্তিক এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৭টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানিস্তান। তবে সাফ থেকে বেরিয়ে গেলেও অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে আফগানিস্তান। আর সাফের অপর সদস্য ভুটান এ আসরে অংশ নিচ্ছে না।
এ নিয়ে তৃতীয়বারের মতো এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে দু’বারের আয়োজক ছিলো নেপাল। ২০১১ সালের প্রথম আসরে বাংলাদেশ চতুর্থ হয়। সেবার ৬টি দল অংশ নিয়েছিল। আর ২০১৩ সালের দ্বিতীয় আসরে ৭ দেশের মধ্যে বাংলাদেশ অর্জন করে তৃতীয় স্থান।