সিলেটে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

safসুরমা টাইমস ডেস্কঃ সিলেটেই অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। আগস্টের ৯ তারিখ থেকে সিলেট জেলা স্টেডিয়ামে বল গড়াবে দক্ষিণ এশিয়ার যুবাদের অন্যতম বৃহৎ এই আসরের। সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম জানান, আগস্টের ৯ তারিখ থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। চলবে ১৮ তারিখ পর্যন্ত। এ ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে আলাপ হয়েছে এবং যতটুকু সম্ভব সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন। তিনি জানান, কক্সবাজার স্টেডিয়ামে ফ্লাড লাইটের সুবিধা না থাকায় এবং ইতোপূর্বে সিলেটে নেপাল ও বাংলাদেশের মধ্যকার প্রীতিম্যাচ আয়োজন ও বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো বড় টুর্নামেন্ট সিলেটে সফলভাবে সম্পন্ন করতে পারায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভেন্যু হিসেবে সিলেটকে বেছে নিয়েছে। ইতোমধ্যে মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়েছে। গত সোমবার বাফুফের গ্রাউন্ড ডিপার্টমেন্টের ফজলুর রহমান বাবুল সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। মাঠের সার্বিক অবস্থায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৭টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। তবে সাফ থেকে বেরিয়ে গেলেও অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে আফগানিস্তান। আর সাফের অপর সদস্য ভূটান এ আসরে অংশ নিচ্ছে না। এ নিয়ে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এর আগে দু’বারের আয়োজক ছিল হিমালয়ের দেশ নেপাল। ২০১১ সালে প্রথম আসরে বাংলাদেশ চতুর্থ হয়েছিল। সেবার ৬টি দল অংশ নিয়েছিল। আর ২০১৩ সালের দ্বিতীয় আসরে ৭ দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।