এমন গণতন্ত্র চাই যে গণতন্ত্রে মানুষের কল্যাণ নিহিত
এক মাস সিয়াম সাধনার পর ঈদ মানুষের জীবনের শান্তির বার্তা নিয়ে আসে। ঈদ আনন্দের মাধ্যমে মানুষ, মানুষের ভেদাভেদ ভুলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একে অপরের খোঁজ খবর নেয়। আবদ্ধ হয় ভালোবাসার বন্ধনে । কেমুসাসের সহ-সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আমরা সেই গণতন্ত্র চাই,যে গণতন্ত্রে মানুষের কল্যাণ নিহিত, মানুষের কল্যাণমুখী গণতন্ত্র থাকলে শিশু রাজনের মতো আর কোন শিশু এ ভাবে সমাজ থেকে অকালে ঝরে যাবে না। ২৩ জুলাই রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় কেমুসাস নিয়মিত ৮৭৩ তম সাহিত্য আসর ও ঈদ পুণমিলন অনুষ্ঠানে বক্তারা এ কথা তুলে ধরেন।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবদুস সাদেক লিপন এডভোকেট এর সভাপতিত্ত্বে আলোচনায় অংশগ্রহণ করেন কেমুসাসের সহ-সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, গল্পকার সেলিম আউয়াল, লেখক রুহুল ফারুক, কবি বাছিত ইবনে হাবীব, কবি শাহ সুহেল আহমদ। নিয়মিত সাহিত্য আসরে লেখা পাঠ করেন- বশিরুল আমীন, সিরাজুল হক, সৈয়দ মুক্তদা হামিদ,বাহাউদ্দিন বাহার,কানিজ আমেনা কুদ্দুস, আমিনা শহীদ চৌধুরী মান্না,তাসলিমা খানম বীথি, মিসবাহ উদ্দিন, হেলাল উদ্দিন দাদন,সৈয়দ কামরুল হাসান। সাহিত্য আসরের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এইচ, বি, রুমান। সাহিত্য আসর পরিচালনা করেন মামুন হোসেন বিলাল। বিজ্ঞপ্তি।