লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে বিলপাড়ি‘র জানাজা অনুষ্টিত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: সিলেট অঞ্চলের প্রখ্যাত আলেম ও পীর সাহেব মরহুম ফুলতলীর অন্যতম শাগরেদ ও বুজুর্গ হাফিজ মৌলানা নুরুল হক বিলপাড়ি সাহেব আর নেই। বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধিন অবস্থায় গত শুক্রবার বিকেলে ঢাকাস্থ গ্রীণ লাইফ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়েস হয়েছিল ৮২ বছর। এই দিন রাতে মরহুমের মরদেহ তার মৌলভীবাজারস্থ কাজির গাঁওয়ের বাসভবনে নিয়ে আসা হলে হাজার হাজার ভক্ত অনুরাগীর আগমন ঘটে। গতকাল দুপুরে মৌলভীবাজারস্থ সাইফুর রহমান স্টেডিয়ামে লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে মরহুমের প্রথম জানাজা অনুষ্টিত হয়। জানাজা অনুষ্টানে ফুলতলি সাহেবের ছেলে মুফতি গিয়াস উদ্দিন ও হুছাম উদ্দিনসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের দ্বিতীয় জানাজা নবিগঞ্জের নিজ গ্রাম বিলপাড়ে অনুষ্টিত হবার পর সেখানে তাকে সমাহিত করা হয়েছে। মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে মরহুম বিলপাড়ির হাজার হাজার ভক্ত রয়েছেন।