ঘাতক কামরুলকে ঢাকায় পাঠাচ্ছে সৌদি আরব
সুরমা টাইমস ডেস্কঃ শিশু শেখ সামিউল আলম রাজনকে বর্বরোচিতভাবে হত্যার অন্যতম আসামি কামরুল ইসলামকে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই তাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে।
সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসের এক জ্যেষ্ঠ কূটনীতিক কামরুল ইসলামকে বাংলাদেশের কাছে হস্তান্তর সংক্রান্ত এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
আরব নিউজকে ওই কূটনীতিক জানান, জেদ্দা পুলিশের নিরাপত্তা হেফাজতে রয়েছে সে। তিনি বলেন, “ঈদের ছুটির পর অধিকতর তদন্তের জন্য তাকে ঢাকায় পাঠানো হবে। সৌদি আরবের একটি বাড়িতে গাড়িচালক হিসেবে কাজ করে কামরুল এবং রাজন হত্যাকাণ্ডের অন্যতম আসামি হিসেবে চিহ্নিত।”
গত রোববার কামরুল ইসলামের ভ্রমণ বা দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। কিন্তু, ৮ জুলাই তার ভাই মুহিতকে আটকের পরপরই তিনি পালিয়ে সৌদি আরবে যান।