গোয়াইনঘাটে প্রতীক পেয়ে প্রচারণায় মাঠে ৩২ চেয়ারম্যান ও ৩৪৪ সাধারণ সদস্য প্রার্থী

aaগোয়াইনঘাট প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে প্রতীক বরাদ্ধ হয়েছে। সারাদেশের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার শেষে সোমবার ছিল প্রতীক বরাদ্ধের শেষ দিন। এতে সকল পদে মনোনয়ন বাতিল ও প্রত্যাহার শেষে ৭টি ইউনিয়নে এখন চেয়ারম্যান পদে ৩২জন, সাধারণ সদস্য পদে ২৭৬, সংরক্ষিত মহিলা পদে ৬৮ জন প্রার্থীর মধ্যে নির্বাচন কমিশন’র সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তাগন প্রতীক বরাদ্ধ করেন। চেয়ারম্যান পদে ১নং রুস্তমপুর ইউনিয়নে শাহবুদ্দিন শিহাব ধানের শীষ, মাসুক আহমদ নৌকা, আবুল কালাম আনারস, মনসুর আহমদ বাবুল মটর সাইকেল।

২নং পশ্চিম জাফলং আব্দুস সালাম নৌকা, ছয়ফুল আলম ধানের শীষ, ফযজুল আনারস, হোসেন মটর সাইকেল, এম.এ রহিম ঘোড়া, মুফতি আমির চশমা, মাওলানা জয়নাল হাতপাখা। ৩নং পুর্ব জাফলং রফিকুল ইসলাম নৌকা, শাহপরান ধানের শীষ, লুৎফুর রহমান লেবু ঘোড়া, হামিদুল হক ভুইয়া চশমা, লোকমান শিকদার আনারস, কুরবান সরকার গোলাপ ফুল, আক্কাস আলী হাত পাখা, বীনা মটর সাইকেল। ৫নং আলীরগাঁও ইউনিয়নে গোলাম কিবরিয়া হেলাল নৌকা, খলিক আহমদ ধানের শীষ, আবুল কাশেম আনারস, মাওলানা হোসেন হাত পাখা।

৬নং ফতেপুর ইউনিয়ন আমিনুর রহমান ছৌধুরী নৌকা, বাবরুল হোসেন ধানের শীষ, মিনহাজ উদ্দিন চশমা, ইসলাম আলী আনারস। ৭নং নন্দীরগাঁও ইউনিয়নে কামরুল হাসান আমিরুল নৌকা, জামাল উদ্দিন আহমদ ধানের শীষ। ৮নং তোয়াকুল ইউনিয়নে খালেদ আহমদ ধানের শীষ, মোঃ লোকমান নৌকা, শামছুদ্দিন আনারস। গতকাল উপজেলা সদরে গিয়ে দেখা যায় প্রার্থী ও সমর্থকরা তাদের পছন্দের প্রতীক পেয়ে আনন্দ উল্লাস করছেন।

এছাড়া বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখায়ায় একাধিক প্রার্থী প্রতীক বরাদ্ধের পুর্বেই ব্যনার ও পোষ্টার তৈরী করে রেখেছেন এবং রির্টানিং কর্মকর্তারা প্রতীক বরাদ্ধ করার পরপরই বিভিন্ন স্থান পোষ্টার ও ব্যনারে সয়লাব হওয়ার পাশাপাশি বিভিন্ন পার্থীর পক্ষে মাইকিং ও মিটিং করে প্রচারনা চালিয়ে যাচ্ছেন কর্মী বাহিনী।