কুলাউড়ায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে হত্যার চেষ্ঠার অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
দাবী অনুযায়ী দুই লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় এক প্রবাসী ও তার পরিবারকে প্রাণে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ সুত্রে জানা যায় কুলাউড়ার চাতলগাঁও গ্রামের চিহ্নিত চাদাঁবাজ সন্ত্রাসী সুমন ও টিপু বাহীনির প্রধান সুমন গত সপ্তাহ দিন পূর্বে চাতলগাঁও গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মন্নানের বাড়িতে গিয়ে ঈদ উপলক্ষে তার বাহিনীর জন্য ২লক্ষ টাকা চাদাঁ চায়। এই প্রবাসী সম্প্রতি ঈদ করতে দেশে আসলে পূর্বপরিকল্পনা অনুযায়ী এসকল চাদাঁবাজরা তার উপর র্টাগেট করে। তাদের দাবীকৃত টাকা দিতে ওই প্রবাসী অস্বীকার করলে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণে হত্যার হুমকি দেয়। এমনকি ওই প্রবাসীর অন্য দুই প্রবাসী বোনকেও মোবাইল ফোনে ওই ২লক্ষ টাকার চেয়ে হুমকি দেয়। তারা জানায় তাদের প্রবাস ফেরত ভাই আব্দুল মন্নানের কাছে ঈদ উপলক্ষে তাদেও বাহিনীর জন্য ওই টাকা চাইলে তিনি অপারগতা প্রকাশ করেছেন। তারা হুমকি দিয়ে জানায় যদি তার ভাই আরো ২/১দিনের মধ্যে দাবীকৃত ওই টাকা না দেন তা হলে প্রাণে মেরে ফেলা হবে এমনকি তার পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রাণে মেরে ফেলা হবে। তারা তাদের কাছে অনুনয় করেন যে তাদের চাহিদা অনুযায়ী পুরো টাকা দিতে নাপারলেও কিছুটা দিবেন। তারা যেন তাদের ভাই ও তাদের পরিবারের সদ্যসদের মারধর না করে। তাদের কথা শোনে সুমন ও টিপু জানিয়ে দেয় দাবীকৃত ২লক্ষ টাকা না দিলে কোন শান্তনাই কাজে আসবেনা। তারা তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এরি প্রেক্ষিতে গত ১১জুলাই শনিবার ওই প্রবাসী মৌলভীবাজার থেকে সিনজি চালিত অটোরিকশা ক্রয় করতে ৬লক্ষ টাকা নিয়ে তার স্ত্রী,বোন ও ভাই ও ভাতিজা সহ কুলাউড়া মৌলভীবাজার সড়কের চাতলগাঁওস্থ তার ছোট ভাই দোকান হান্নান ফার্নিচারে আসলে সুমন ও টিপু তাদের বাহিনীর সদস্য শাহীন,কালাম, সালাম,বেলাল,হেলাল,রফিক ও তুহিনসহ সন্ত্রাসীরা দেশী অস্ত্রে দিয়ে অর্তকিত হামলা চালায়। এসময় তার কাছে থাকা নগদ ৬লক্ষ টাকা,স্বর্নের চেইন ও মোবাল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাদের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে তাদের কবল থেকে উদ্ধার করে আহত অবস্থায় তাদেরকে কুলাউড়া হাসপাতালে নিয়ে যায়। তাদের হামলায় গুরুতর আহত হন প্রবাসী আব্দুল মন্নান (৪৩),তার স্ত্রী শাবানা বেগম(৩৭),ভাই আব্দুল হান্নান ( ৪০),বোন আজিবুন নেছা (৩৪),ভাইয়ের ছেলে কুলাউড়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাইম আহমদ । এদেও মধ্যে গুরুতর আহত আব্দুল মন্নান ও তার স্ত্রীকে কুলাউড়া থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। এব্যাপারে প্রবাসী আব্দুল মন্নানের ভাই আব্দুল হান্নান কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারা জানান থানায় অভিযোগ দেওয়ার পর থেকে সুমন ও টিপু বাহিনীর সদস্যরা তাদের হুমকি অব্যাহত রাখায় তারা আতংকের মধ্যে দিনাপাত করছেন।