মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল শ্রমিকের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজার শহরের শমসেরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় প্রিমিয়াম হোটেলের শ্রমিক মনসুর মিয়া (২২) মারা গেছেন। ১৩ জুলাই সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মনসুরসদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি গ্রামের মুসলিম খানের ছেলে। মনসুরের বড় ভাই বাবুল খান জানান, মসনুর পাঁচ/ছয় বছর ধরে এই হোটেলে কাজ করে আসছিলেন। দুপুরে হোটেলের ভেতরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ অবস্থায় সহকর্মীরা মসনুরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।