লটারিতে ৫০ লাখ ডলার জিতে মাথা নষ্ট!

51034সুরমা টাইমস ডেস্কঃ ৬৩ বছর বয়সে ক্ষতিগ্রস্থ সেই দমকল কর্মীর কপাল খুলেছে। যেন শেষ বয়সে সৃষ্টিকর্তা তার দিকে মুখ তুলে তাকালেন। এখানে ব্রিটেনের দমকল বিভাগের সাবেক কর্মী কারমেলো মার্সাডোর কথা বলা হচ্ছে।
কারমেলো মার্সাডো ৯/১১ হামলায় জীবন বাজি রেখে লড়েছিলেন সন্ত্রাসের বিরুদ্ধে। আগুনের সঙ্গে ল়ড়াইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর দু’টি ফুসফুস।
চিকিৎসকের পরামর্শ মেনেই ২০০১-এর সেই জঙ্গি হামলার বছর তিনেক পরেই চাকরি থেকে অবসর নেন তিনি।
কিন্তু ভেঙ্গে পড়েননি তিনি। স্বপ্ন নিয়েই কিনেছিলেন লটারির টিকিট। আর তাতেই খুলে গেল কারমেলো মার্সাডোর কপাল। সেই লটারিতে জিতলেন ৫০ লাখ ডলার। বিস্বয়কর এই জয়ে এখন তিনি দিশেহারা!
লটারিতে বিশাল অঙ্কের অর্থ জিতে তিনি জানান, ‘‘আমার মাথা কাজ করছে না। জানি না এই অর্থ দিয়ে কী কী করব!’’