মার্কিন সেনাবাহিনীতে বছরে ২০ হাজার যৌন নির্যাতন

US Armyসুরমা টাইমস ডেস্কঃ মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতন ঘটনা অব্যাহত আছে। ২০১৪ সালে দেশটির সেনাবাহিনীতে ২০ হাজারের বেশি যৌন হেনস্তার ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত যৌন সম্পর্ক স্থাপনের ঘটনাও এর মধ্যে রয়েছে বলে একটি সমীক্ষায় উঠে এসেছে।
মার্কিন সেনাবাহিনীর ১৭ হাজার সদস্যের ওপর এ সমীক্ষা চালিয়েছে থিংক ট্যাংক হিসেবে পরিচিতি র‌্যান্ড করপোরেশন।
যৌন নির্যাতনের শিকার ৫৪ শতাংশ বলেছেন, তাদের চেয়ে উচ্চ পদের সেনা কর্মকর্তারা এসব যৌন হেনস্তার সাথে জড়িত ছিলেন। এ ছাড়া, ৮১ শতাংশ পুরুষ এবং ৮৯ শতাংশ নারী বলেছেন, সেনাবাহিনীর অপর কোনো সদস্য এ ঘটনার সাথে জড়িত। এ ছাড়া, ৬৫ শতাংশ যৌন হেনস্তার ঘটনা জাহাজ বা সেনা স্থাপনায় ঘটেছে বলে এ সমীক্ষায় উঠে এসেছে।
এ ছাড়া, পুরুষের চেয়ে নারীরা বশি যৌন হেনস্তার মুখে পড়েছে বলেও এ সমীক্ষায় দেখা গেছে। মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতন একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে এবং নারীরাই সাধারণভাবে এ ধরনের নির্যাতনের বেশি শিকার হয় বলে র‌্যান্ডের গবেষণায় দেখা গেছে।