গ্রীসে ভোট জরিপে “না” ভোট এগিয়ে (ভিডিও)

Greeceসুরমা টাইমস ডেস্কঃ বিশ্বব্যাপী বহুল আলোচিত গ্রীসের প্রস্তাবিত ঋণচুক্তির উপর গণভোট শেষ হয়েছে। ভোট শেষের কিছু আগের সর্বশেষ জরিপে “না” ভোট এগিয়ে আছে বলে জানানো হয়েছে। আর্থিক সঙ্কট থেকে বেরিয়ে আসতে গ্রিসের জনগণ কোন দিকে যাবে তা এই হ্যাঁ/না গণভোটের মাধ্যমেই জানা যাবে। গ্রীসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস ‘না’ ভোটের পক্ষে প্রচার করছেন।
এই গণভোটের উপর গ্রিসের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না থাকা নির্ভর করছে। “না” ভোট জয়ী হলে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে গ্রীসের বের হয়ে যাবার সম্ভাবনাই বেশী। সেই সাথে আইএমএফের মত অন্যান্য ঋণদাতাদের ঋণের টাকা শোধ করা বন্ধ করে দিতে পারে গ্রীস।
এদিকে না ভোটের পক্ষে সেখানকার প্রধানমন্ত্রী দেশটিকে সচল রাখতে ঋণদাতাদের প্রস্তাবিত এক সাহায্য চুক্তির কঠোর শর্তের প্রতি ‘না’ ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। ‘না’ ভোট দিলে গ্রীস ইউরোজোন থেকে ছিটকে পড়তে পারে বলে ইইউ নেতাদের সতর্কবাণী খন্ডন করেন সিপরাস। তিনি হর্ষোৎফুল্ল সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা কেবল ইউরোপে থাকার সিদ্ধান্তই নিচ্ছি না আমরা মর্যাদার সঙ্গেই ইউরোপে বাস করার সিদ্ধান্ত নিচ্ছি। ৪০ বছর বয়সী ঐ ক্যারিজমেটিক নেতা বলেন, আমি আল্টিমেটামের প্রতি ‘না’ বলতে এবং আপনাদের যারা ভয় দেখাচ্ছে তাদের প্রত্যাখ্যান করতে আহ্বান করছি। তিনি বলেন এ আবেগ ও আশাবাদকে কেউই উপেক্ষা করতে পারবে না। তিনি আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে আলোচনায় তার হাতকে শক্তিশালী করতে এ গণভোট আহ্বান করেন। ওই সমাবেশ থেকে মাত্র ৮০০ মিটার দূরে এক পাল্টা সমাবেশে ‘হ্যাঁ’ সমর্থকরা ইউরোপপন্থী স্লোগান দেয়। সিপরাস ইচ্ছামতো কাজ করার সুযোগ পেলে ইউরোজোন থেকে গ্রীসের বিদায়ঘণ্টা নিয়ে তারা আশঙ্কা ব্যক্ত করেন।

https://www.youtube.com/watch?v=CD0-3Ul03wc