আফ্রিকার মহা জঙ্গলে পাওয়া গেছে মানুষের মতো দেখতে আজব এক জীবগুলো
সুরমা টাইমস ডেস্কঃ মহান সৃষ্টিকর্তা ১৮ হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। প্রতিটি জীবের পৃথক পৃথক বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে সম্প্রতি আফ্রিকার জঙ্গলে পাওয়া এই জীবগুলো মানুষের মতোই। এই জীবগুলোকে দেখে সবাই বিস্মিত। সবাই বলছেন, এও কি সম্ভব? সৃষ্টি জগতের এও একটি লীলা- এমনটিই ধারণা করা হচ্ছে। তবে গবেষকরাও বসে নেই। তারা এসব মানব আকৃতির জীব নিয়ে গবেষণা করছেন। যদি কিছু পেয়ে যান সে আশায়!