ওসমানীনগরে রাজেশ্বরী তরুন সংঘের প্রতিষ্টা বার্ষিকী পালন
ওসমানীনগরে রাজেশ্বরী তরুন সংঘের প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যারদিকে স্থানীয় গোয়ালাবাজারে আনন্দ র্যালীর পর এক পদসভা অনুষ্টিত হয়। উক্ত পদসভায় সভাপতিত্ব করেন সংঘের পৃষ্টপোষক তপন দাশ। সাধারন সম্পাদক সমর দেব সৌরভ ও অর্থ সম্পাদক জ্যোতির্ময় দাশ রনির যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সহ সভাপতি সাংবাদিক উজ্জ্বল দাশ, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক অজয় দেব , উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের আহবায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য জয়ন্ত দেব জয়, সুমন আচার্য্য, জুয়েল দাশ সৌরভ রাজেশ্বরী তরুন সংঘের দিপক দাশ, বিজিত দাশ, রাজিব দাশ, সজিব দাশ, লিটন ঘোষ রাজন, সুদিপ্ত দাশ, সুব্রত তালুকদার, দিপ্ত দাশ, চয়ন দাশ, মান্না দে, স্বপন এষ, রনি দাশ, জীবন দাশ, সাগর দাশ, সুমন দাশ, বিশ্ব মালাকার, দেবজ্যোতি দাশ আকাশ, অর্নব দাশ, শুভ দাশ, আশিষ চক্রবর্তী, শ্রীবাস দেবনাথ, অজিত দাশ, সোহাগ রায় স্বপন, হিমেল গুপ্ত, প্রনয় চন্দ্র দেব, লোকেশ দাশ প্রমূখ। সর্বশেষে রাজেশ্বরী তরুন সংঘের ৩য় তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সংঘের অস্থায়ী কার্যালয়ে কেক কাটেন সংঘের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি