কেন ভারতীয় ক্রিকেট পাগলকে ভিআইপির মর্যাদা দিল সরকার, রহস্যটা কি? (ভিডিও)

indian fanসুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশ-ভারতের গোটা সিরিজে বেশ কয়েকজন ব্যতিক্রমি ক্রিকেটভক্ত রয়েছেন। খেলার মাঠকে জমিয়ে রাখেন তারা। এমনকি টিভির দর্শকদেরও।
কেন ভারতীয় ক্রিকেট পাগলকে ভিআইপির মর্যাদা দিল সরকার, রহস্যটা কি? এই শিরেনামটা দেখে বিস্ময় প্রকাশ করতে পারেন অনেকেই। তবে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সর্ম্পকের কারণে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় এটাকে হালকাভাবে নেয়নি বাংলাদেশ সরকার।
এই ভারতীয় সমর্থকের নাম তার সুধীর গৌতম। অভিযোগ উঠেছেন টাইগারভক্তদের রোষের স্বীকার হয়েছেন তিনি। ভারত-বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে সুধীরের বহনকারী সিএনজির উপর বেশ কয়েটি ঢিল ছোঁড়া হয়, এমন অভিযোগ করেছেন সুধীর। আর এ ঘটনাকে পুঁজি করে সোচ্চার হয়ে ওঠে ভারতীয় গনমাধ্যম।
সুধীরের উপর হামলার বিষয়টি জানার পরে এটাকে হালকাভাবে নেয়নি বাংলাদেশ সরকার। সুধীরের সার্বিক নিরাপত্ত্বার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সরকার।
সুধীর জানিয়েছেন, ভারত-বাংলাদেশের শেষ ম্যাচ দেখার সময় আমার নিরাপত্ত্বায় থাকবে চার নিরাপত্ত্ব কর্মী। অন্যদিকে প্র্যাকটিস ম্যাচ দেখার সময় থাকবে দুইজন।
ভারতীয় গনমাধ্যমে গৌতমের শারীরিকভাবে লাঞ্চিত হবার খবরটি চাওড় হলেও আসলে কি ঘটেছিল, শুনুন গৌতমের মুখেই