পেশাজীবী ও বিশিষ্টজনদের সঙ্গে খালেদার ইফতার
সুরমা টাইমস ডেস্কঃ পেশাজীবী নেতা ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এসময় তিনি পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। এর আগে খালেদা জিয়া বিকাল ৬টা ৩৫ মিনিটে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এসে উপস্থিত হন।
বিএনপি ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ডিরেক্টর অব নিউজ যমুনা টিভি মামুন, হেড অব নিউজ জাকারিয়া কাজল, দিনকালের সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকি প্রমুখ উপস্থিত ছিলেন।