শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা!

suiside by fireসুরমা টাইমস ডেস্কঃ মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পে রানী আক্তারকে (২০) শেষ পর্যন্ত বাঁচানো গেল না। সোমবার বিকাল চারটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রানী আক্তার মারা যান। লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মৃত রানী আক্তারের ভাই মো. বাবুল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোর ছয়টার সময় তার স্বামী আবদুর রাজ্জাকের সাথে ঝগড়া করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় রানী আক্তার।
এতে তার শরীরের ৮৪ শতাংশ পুড়ে যায়। মুমূর্ষু অবস্থায় সকাল আটটার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল চারটার সময় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, স্বামী দীর্ঘদিন বেকার থাকায় স্বামীর কাজ কর্ম নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ লেগে থাকতো। এই দম্পতির ঘরে এক ছেলে দুই মেয়ে রয়েছে। চার ভাই দুই বোনের মধ্যে রানী ছিলেন সবার ছোট। মৃত রানী আক্তার রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের পাঁচ নম্বর সেক্টরের ৩৪৫ নম্বর বাড়িতে বসবাস করতেন। মৃত রানী আক্তার আবদুর রাজ্জাকের স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।