ভারতে সিরিজ খেলার সুযোগ তৈরী হবে: পাপন
সুরমা টাইমস ডেস্কঃ পৃথিবীর অন্য সব দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেলেও এখনও ভারতে যেতে পারেনি বাংলাদেশ। কারণ বাংলাদেশকে সর্বদাই তাচ্ছিল্যের চোখে দেখেছে ভারত। বাংলাদেশ এখন সেই আগের বাংলাদেশ নেই। পাকিস্তানকে হোযাইট ওয়াশের পর ভারতের বিপক্ষে সিরিজ জয়, সেটাই চোখে অঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখন বাংলাদেশকে সমীহ করতে শুরু করেছে ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নামজুল হাসান পাপন মনে করেন, ভারতের বিপক্ষে সিরিজ জয়ের ফলে ভারত সফরের দার উম্মোচিত হয়েছে।
পাপন বলেন,‘ আমরা ভারতে গিয়ে সিরিজ খেলতে চাই। আমার মনে হয় এখন সেটা সহজ হয়ে যাবে আমাদের জন্য। তারা বাংলাদেশের সঙ্গে এখন থেকে বেশী ক্রিকেট খেলতে চাইবে।’
সাবেক আইসিসি এবং বিসিবি প্রেসিডেন্ট মুস্তফা কামাল মনে করেন, বাংলাদেশের এই সাফল্যের পর দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক আরো ভালো হবে। তিনি বলেন,‘ আমি মনে করি, এই জয় দরকার ছিল বাংলাদেশের জন্য।এই সাফল্য দুই বোর্ডের সম্পর্ক আরো জোরদার করবে। দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা আরো বাড়বে।’ ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে জয়কে বিশ্বকাপে হারের বলদা হিসেবে দেখতে নারাজ মুস্তফা কামাল।