ভার্থখলায় আদালতের রায়ে ভূমি দখল সমজিয়ে দিল পুলিশ
স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ সুরমার ভার্থখলায় উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করে ভূমি দখল সমজিয়ে দিল পুলিশ। জানা যায়, ২০০০ সালে বিশ্বনাথ উপজেলার কামাল বাজারের খুরমা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুর রহমান ভার্থখলার মুকিত চৌধুরীর ছেলে তারেক চৌধুরী গংদের কাছ থেকে ভার্থখলা চাঁদনীঘাট এলাকায় ৬.৬৮ শতক ভূমি ক্রয় করেন। কিন্তু ভূমিটি ২.৬৮ শতক ঝালপাড়ার মৃত খলিল মিয়ার ছেলে সিরাজ উদ্দিনের দখলে ছিল। এর পর ক্রয়কৃত ভূমিটির দখল পেতে আব্দুর রহমান ২০০৫ সালে সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতে সত্ব মামলা দায়ের করেন। এ মামলাটি রায় তিনি পেলেও সিরাজ উদ্দিন উচ্চ আদালতে আপীল করেন। উচ্চ আদালতে দীর্ঘদিন মামলাটি চলার পরও উচ্চ আদালতের রায়ও আব্দুর রহমানের পক্ষে আদেশ হয়। এর প্রেক্ষিতে আদালত গত ১৭/৬/২০১৫ইং তারিখে সিলেট মেট্রোপলিটন হেড কোয়ার্টারকে পুলিশ ফোর্স দিয়ে দখলদেহী কাজে জজ শীপের নাজিরকে সহযোগিতার নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে গতকাল রোববার দক্ষিণ সুরমা থানার এসআই রিপন দাসের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় উক্ত ভূমির দখলদেহীর পরোয়ানা জারীর প্রেক্ষিতে আব্দুর রহমানকে ভূমি বুঝিয়ে দেয় পুলিশ।
আদালতের রায় বাস্তবায়নে সত্যতা নিশ্চিত করে টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ জানান, আমরা আদালতের রায় বাস্তবায়নের জন্য আব্দুর রহমানকে ভূমি সমজিয়ে দিয়ে সহযোগিতা করেছি।