অতঃপর ছাত্রলীগ-লেগুনা চালকদের ভুল বুঝাবুঝির অবসান

14.-oborudসুরমা টাইমস ডেস্কঃ সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর মোটরসাইকেল আটকে রাখার অভিযোগে, টিলাগড় পয়েন্টে ৭টি লেগুনা আটকে রেখেছে ছাত্রলীগ কর্মীরা। অপরদিকে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছে লেগুনা শ্রমিকরা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টিলাগড় ছাত্রলীগের কয়েকজন কর্মী ৬ মোটরসাইকেলযোগে হরিপুর বাজারে যায়। এ সময় স্থানীয় চেয়ারম্যানের ভাতিজা মঞ্জু, পারভেজের সাথে তাদের কথাকাটি হয়। হরিপুরের মঞ্জু , পারভেজের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীদের গালিগালাজ করে ছাত্রলীগের দুটি মোটর সাইকেল রেখে দেয়। এবং ছাত্রলীগ নেতাদের সিলেট পাঠিয়ে দেয়।
এর মধ্যে একটি মোটরসাইকেল সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর, জুনিয়র ছাত্রলীগ কর্মী বিয়েতে যাওয়ার জন্য রায়হানের মোটরসাইকেলটি নিয়ে যায় বলে জানা গেছে।
এ নিয়ে গতকাল থেকে টিলাগড় ছাত্রলীগে উত্তেজনা বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার কোন সমাধান না আসায় শুক্রবার বিকাল ৩টার দিকে হরিপুর অঞ্চলের ৭ টি লেগুনা থামিয়ে গোপালটিলার পাশে নিয়ে আটকে রাখে রায়হান অনুসারী ছাত্রলীগ কর্মীরা।
অপর দিকে লেগুনা আটকের খবর পেয়ে ওই সড়কে চলাচলকারী লেগুনা চালকরা পরগনা বাজারে উপস্থিত হয়ে ধর্মঘট শুরু করে।
সিলেট-তামাবিল সড়ক লেগুনা চালক সমিতির সভাপতি নাজিম আহমদ জানান, দুই দিন আগে হরিপুরে লেগুনা শ্রমিকদের দুইপক্ষের বিরোধ চলাকালে দু’জন ছাত্রলীগ কর্মী লাঞ্ছিত হন। এ ঘটনার জের ধরে আজ শুক্রবার টিলাগড় পয়েন্টে বেশ কয়েকটি লেগুনা আটকে রাখে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা।
শাহপরান থানার ওসি(তদন্ত) মনিরুল ইসলাম জানান, ভুল বুঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে। সন্ধ্যা ৭টার দিকে চালকরা তাদের অবরোধ তুলে নিয়েছেন।