গোলাপগঞ্জ পৌরসভা কর্তৃক সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন
গোলাপগঞ্জ থেকে সংবাদদাতাঃ গোলাপগঞ্জ পৌরসভার কর্মচারী দুলাল আহমদ ও আব্দুল হান্নান কর্তৃক সাংবাদিক সেলিম হাসান কাওছারকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় পৌর চৌমুহনীর সেবা রেষ্টুরেন্টের সামনে মানববন্ধন পালিত হয়। বিশিষ্ট সমাজসেবী আব্দুর রউফের সভাপতিত্বে ও জাকির হোসেন জাকারিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুর রউফ, ব্যবসায়ী হোসেন আহমদ, ছালেহ আহমদ, এসময় উপস্থিত ছিলেন, বাজার বণিক সমিতির সভাপতি হাফিজুর রহমান, আমীর আহমদ, মাহবুব হোসেন, মিজান আহমদ খাঁন, কুতুব উদ্দিন,ছয়ফুল মিয়া, লুকমান আহমদ, লিটন আহমদ মান্না, মুজাক্কির আলী। গোলাপগঞ্জ প্রেসকাব সভাপতি শহিদুর রহমান সুহেদ, সাংবাদিক কে এম. আব্দুল্লাহ,আব্দুজ জলিল, জালাল আহমদ, ছাব্বির আহমদসহ অনেকে। এ সময় বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। দৈনিক সিলেট বাণী ও ভোরের পাতা পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি সেলিম হাসান কাওছার বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিন বোনের জন্ম নিবন্ধন করতে গেলে যাবতীয় ফিস পরিশোধ করার পরও প্রায় ৭মাস নানা টালবাহানায় পার করার পর নিবন্ধন সনদ না পেয়ে এর কারন জানতে চাইলে স্থানীয় এক সাংবাদিককে লাঞ্চিত করেছে পৌরসভার দুজন কর্মচারী। তিনি ০৫/০৬/১৫ইং গোলাপগঞ্জ মডেল থানায় মামলার পাশা পাশি ৮/০৬/১৫ইং সিলেট বিভাগীয় কমিশনার ,জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারে কাছে লিখিত অভিযোগ প্রধান করেন।