সাংস্কৃতিক মিলন মেলায় এমকার নৃত্য পরিবেশন

CCF06142015_0001জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিলেট আয়োজিত গত ১১ ও ১২ জুন দু’দিন ব্যাপী সিলেট জেলা শাখার ৩৫ বৎসর পূর্তি উপলক্ষে এক সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। সিলেট রিকাবীবাজার কবি নজরুল অডিটরিয়ামে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি মণিপুরী কালচার একাডেমী ফর আর্ট(এমকা) গত ১২ জুন রাত ৮টায় সম্মিলন ও সাংস্কৃতিক মিলন মেলা উদযাপনে দুটি নৃত্য পরিবেশন করে। এমকার পরিচালক শান্তনা দেবীর কোরিওগ্রাফে “গহন কুসুম” ও “এসো শ্যামল সুন্দরো” রবীন্দ্র সংগীতে সংগঠনের শিক্ষার্থীরা নৃত্যে অনবদ্ধ পারফরম্যান্স তুলে ধরে। দু’দিন ব্যাপী অনুষ্ঠান সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত দর্শক মন্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক করে তুলে। বিজ্ঞপ্তি