সৌদিতে নারী গৃহকর্মী পাঠাতে সিলেটের নিবন্ধন পক্রিয়ায় মিলছে না সাড়া

fileসুরমা টাইমস ডেস্কঃ সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠাতে চূড়ান্তভাবে কর্মী বাছাইয়ের লক্ষ্যে, চট্টগ্রাম ও সিলেটে চলছে নিবন্ধন। সরকারি তত্ত্বাবধানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে চলছে এই নিবন্ধনের কাজ। তবে রাজধানীর মত চট্টগ্রাম ও সিলেটেও মিলছে না আশানুরুপ সাড়া
সরজমিনে গিয়ে দেখা যায়, নিবন্ধনের দায়িত্বে থাকা কর্মকর্তারা গল্পগুজব করে অনেকটা অলস সময় পার করছেন।
সিলেট কর্মসংস্থান ও জনশক্তি অফিসে রোববার থেকে শুরু হওয়া নিবন্ধন আগামী মঙ্গলবার পর্যন্ত চলার কথা রয়েছে। তবে ২ দিনে সর্বসাকুল্যে ৫০ জনের মত সৌদি গমনেচ্ছু নারী কর্মী এখানে নিবন্ধন করেছেন।
অন্যদিকে চট্টগ্রামে জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে গত দু’দিনে মাত্ড় ৩২ জন নারী কর্মী সৌদি আরবে যাবার জন্য নাম নিবন্ধন করেছেন। দায়িত্বপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির কর্মকর্তাদের দাবি, রক্ষণশীল মনোভাবের কারণে প্রত্যাশা অনুযায়ী নারী কর্মীদের সাড়া মিলছে না এই বিভাগে। কর্মকর্তারা জানান, নিবন্ধন শেষে বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ নারীদের সৌদি আরব পাঠানো হবে।