বিদ্যুতের দাবিতে উত্তাল সিলেট-তামাবিল সড়ক : পৃথক অবরোধ
সুরমা টাইমস ডেস্কঃ বিদ্যুতের দাবিতে সিলেট -তামাবিল সড়কের বিভিন্ন স্থানে পৃথক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। খাদিম, দাসপাড়া ও পরগনা বাজার এলাকায় এসব অবরোধ পালিত হয়। রাত ৯টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত অবরোধ চলাকালীন সময়ে রাস্তায় দীর্ঘ গাড়ির ঝট তৈরি হয়ে।
পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তোলে নেয় স্থানীয় জনতা।তবে রাতে বিদ্যুত না এলে আরও কঠোর অবরোধ পালনের হুশিয়ারি দেন তারা। বিদ্যুৎ বিভাগের সূত্রে জানা যায় সঞ্চারণশীল লাইনে সমস্যা থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই এসব এলাকায় বিদ্যুৎ নেই। ফলে ভোগান্তিতে রয়েছেন কয়েক হাজার মানুষ।
খাদিম এলাকার বাসিন্দা সাব্বির চৌধুরী সিলেটটুডে২৪ডটকমকে জানান, বিদ্যুত বিভাগের অবহেলা আর গাফিলতির কারনে এই এলাকার কয়েক হাজার মানুষ প্রায়ই ভোগান্তিতে পড়ছেন। সঞ্চারণশীল লাইনের সমস্যা স্থায়ীভাবে সমাধানের দাবি জানান তারা।