সিলেট শহর-মফস্বল সমন্বয় পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

সিলেট জেলার সর্বস্তরের পুস্তক ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত সংগঠন “সিলেট শহর-মফস্বল সমন্বয় পরিষদ”র উদ্যোগে ১১মে ২০১৫ সোমবার বিকাল ৫টায় সিলেট নগরীর প্রীতিরাজ রেস্টুরেন্টের তৃতীয় তলার সেমিনার হলে সিলেট জেলার সর্বস্তরের পুস্তক ব্যবসায়ী ও পুস্তক ব্যবসায়ীদের নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকা-২০১৫ এর তৃণমূল ভোটারদের নিয়ে পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, সিলেট জেলার কার্যনির্বাহী কমিটি (২০১৫-২০১৭) এর নির্বাচনে অংশগ্রহণের জন্য সিলেট শহর-মফস্বল সমন্বয় পরিষদ’র মনোনীত উপস্থিত প্রার্থীদের মধ্যে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সিলেট শহর-মফস্বল সমন্বয় পরিষদ’র মনোনীত সভাপতি পদপ্রার্থী মাহবুবুল আলম মিলন-(বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশন, রাজা ম্যানশন)-এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ এহছানুল হক তাহের-(শাহজালাল লাইব্রেরী এন্ড স্টেশনারী, জিন্দাবাজার পয়েন্ট)-এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সহ-সভাপতি পদপ্রার্থী কাওছার আহমদ (জালালিয়া লাইব্রেরী এন্ড ষ্টেশনারী, দক্ষিণ বিয়ানীবাজার) । পরিচিতি সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এম খলিলুর রহমান খান (ইন্টারন্যাশনাল লাইব্রেরী, রাজা ম্যানশন), সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল আহাদ (মেসার্স আহাদ বুক সেন্টার, জকিগঞ্জ বাজার), মাওলানা মোঃ আব্দুল মালেক (আল হেরা লাইব্রেরী, গাছবাড়ী বাজার, কানাইঘাট), যুগ্ম সাধারন সম্পাদক পদপ্রার্থী বশির আহমদ জুয়েল (একুশে বাংলা প্রকাশনী, রাজা ম্যানশন), কোষাধ্যক্ষ পদপ্রার্থী বেলাল আহমদ (সাইমুন লাইব্রেরী, সুবহানীঘাট), সদস্য পদপ্রার্থী মোঃ হেলাল উদ্দিন মুন্সি (বিসমিল্লাহ লাইব্রেরী, রাজা ম্যানশন), রুহেল আহমদ (পলক লাইব্রেরী এন্ড ষ্টেশনারী, ফুলবাড়ী, পূর্বপাড়া, গোলাপগঞ্জ), দীগেশ দাশ (বাংলা বাজার লাইব্রেরী, বালাগঞ্জ বাজার), মোঃ শিব্বির আহমদ (রিফাত লাইব্রেরী, চতুল বাজার, কানাইঘাট), কুতুব আলী (শিরোপা লাইব্রেরী, দক্ষিণ বাঘা, গোলাপগঞ্জ), শামীম আহমদ (সাকসেস লাইব্রেরী, জৈন্তাপুর বাজার), হোসেইন আহমদ চৌধুরী (জালালাবাদ লাইব্রেরী, মেজরটিলা, শাহপরান), মোঃ ইমরান হোসাইন (জারা লাইব্রেরী, টিলাগড়)। সভায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, সিলেট জেলার কার্যনির্বাহী কমিটির তালিকাভূক্ত ভোটারদের মধ্য থেকে অনেকেই উপস্থিত থেকে নিজেদের অভিমত উপস্থাপন করেন ও পাশাপাশি সভায় সিলেট কল্যাণ সংস্থা’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, সিলেট জেলার কার্যনির্বাহী কমিটি (২০১৫-২০১৭) এর নির্বাচন আগামী ৫জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। সভায় সিলেট শহর-মফস্বল সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীদের নিয়ে নির্বাচন পূর্ব পর্যন্ত ধারাবাহিক ভাবে সভা করা ও নির্বাচনী ইশতিহার প্রকাশের সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরিচিতি সভা থেকে সিলেট শহর-মফস্বল সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীদের পক্ষ থেকে আগামী ৫জুনের নির্বাচনে ভোট দিয়ে পুস্তক ব্যবসায়ীদের সবধরনের সমস্যা নিরসন ও যুগপযোগী নেতৃত্ব সৃষ্টির লক্ষে প্রত্যেক ভোটারকে সচেতনতার সাথে নিজের অভিমত প্রকাশে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি