মৌলভীবাজারে তিন মহিলা ছিনতাইকারি আটক
নুরুল ইসলাম শেফুল: মৌলভীবাজার শহরের ঢাকা- সিলেট বাস ষ্ট্যান্ড এলাকা থেকে তিন মহিলা ছিনতাইকারিকে আটক করেছে স্থানীয়রা। বুধবার ভোরে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, আউলিয়া খাতুন (৩৫),অনুফা বেগম (৩০) ও পারভিন আক্তার (২৫)। -তাদের বাড়ি ব্রাম্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকায় বলে পুলিশ জানায়। পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে ঢাকা -সিলেট বাস ষ্ট্যান্ড এলাকার কোদালিছড়া এলাকায় ছিনতাইকালে স্থানীয় লোকজন তাদেরকে ধরে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে থানায় নিয়ে আসে।