আইনের শাসন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিকল্প নেই : এডভোকেট নুরুল হক
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক প্যানেল (নীলদল) মনোনীত এর সমর্থনে গতকাল মঙ্গলবার সিলেট জেলা বারের ২নং হলের ৩য় তলায় সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক সাবেক পিপি এডভোকেট এম. নুরুল হক। তিনি বলেন, দেশে আইনের শাসন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীলদল) এর বিকল্প নেই। আইনজীবীদের পেশার মান স্বার্থ ও অধিকার রক্ষার আন্দোলনকে জোরদার করতে আইনজীবী ঐক্য প্যানেলে ভোটদিয়ে নির্বাচিত করার জন্য তিনি আইনজীবীদের প্রতি আহবান জানান। শাখার সাধারন সম্পাদক এডভোকেট আতিকুর রহমান শাবুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলাম ঐক্য জোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. মাওলানা আব্দুর রকিব, কুমিল্লা জেলা বারের সাবেক সাধারন সম্পাদক এড. মোঃ শরিফুল ইসলাম, এড. নোমান মাহমুদ, এড. ফয়েজ আহমদ, এড. হাবিবুর রহমান হাবিব, এড. শাহ আশরাফুল ইসলাম, ইসলামি ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি এড. সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক এড. আলিম উদ্দিন, কুমিল্লা জেলা বারের সাবেক সাধারন সম্পাদক এড. কামরুল আয়াত খান, আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এড. আব্দুল মুতাল্লিব, ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিটের সাধারন সম্পাদক এড. মোঃ শহিদুল্লাহ, এড. বদরুল আহমদ চৌধুরী, এড. কামাল হোসেইন, এড. মহসিন আহমদ চৌধুরী, এড. ফজলুল হক সেলিম, এড. শাহ মোহতাদিনুর রহমান সেলিম, এড. খুরশেদ আলম খোকন, এড. আল-আসলাম মুমিন, এড. হাসান পাটোয়ারী রিপন, এড. তাজরিহান জামান, এড. তাজ উদ্দিন মাখন, এড. মোহাম্মদ এজাজ উদ্দিন, এড. মোমিনুল ইসলাম, এড. খালেদ জুবায়ের, এড. ইকবাল আহমদ, এড. ইস্রাফিল আলী, এড. জয়নুল হক রুবেল, এড. ওবায়দুর রহমান ফাহমি, এড. আব্দুল্লাহ আল হেলাল, এড. জাহানারা বেগম, রেহানা বেগম, প্রমূখ। উল্লেখ্য, আগামী ২০শে মে’র পরিবর্তে ২৭শে মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হবে। বিজ্ঞপ্তি