‘ভ্রমর কইও গিয়া’ গানের সুর নকল করলেন তাজিকিস্তানের শিল্পী ! (ভিডিও)
সুরমা টাইমস বিনোদনঃ বাংলা গান ‘ভ্রমর কইও গিয়া’ গানের সুর।শিল্পী দিলরুবা খান প্রথম গানটি গেয়েছেন। গীতিকার এবং সুরকার ছিলেন রাধারমণ দত্ত পুরোকায়েস্ত। পরবর্তীতে গানটির রিমেক করেন বর্তমান প্রজন্মের মিউজিশিয়ান ফুয়াদ আল মুক্তাদির। তার গানের সুর নিয়ে ষ্টেজ মাতালেন তাজিকিস্হানের শিল্পী নজিয়া কারমাতুল্ল। দেখুন ভিডিওতে