সিকৃবির শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীরা প্যানেল জয়ী
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. নূর হোসেন মিঞা এবং সাধারণ সম্পাদক পদে ড. মৃত্যুঞ্জয় কুন্ডু নির্বাচিত হন। এছাড়াও বাকী সবগুলো পদেও আওয়ামী লীগের প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেন।
সভাপতি পদে অধ্যাপক ড. নূর হোসেন মিঞা ৯৮টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত অধ্যাপক ড. রাশেদ হাসনাত পান ২৮টি ভোট। সাধারণ সম্পাদক পদে ড. মৃত্যুঞ্জয় কুন্ডু ৯৪টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত ডা. মেহেতাজুল ইসলাম পান ৩০টি ভোট।
অন্যান্য পদে ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস (কোষাধ্যক্ষ), ড. তরিকুল আলম (সহ-সভাপতি), অসীম শিকদার (যুগ্ম সম্পাদক) এবং সদস্য পদে অধ্যাপক ড. আলতাফ হোসেন, অধ্যাপক এ এস এম মাহবুব, জিনাত জাহান চৌধুরী, অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঞা, মুস্তাফিজুর রহমান এবং সরকার মো. ইব্রাহিম খলিল নির্বাচিত হন। নির্বাচন সংক্রান্ত সকল তথ্য নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল বাসেত।