কাউন্সিলর শামীমা স্বাধীনকে হত্যার হুমকি : এশিয়া ছিন্নমূল মানবাধিকার’র নিন্দা

Shamima-Shadhinসিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০, ২১ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর শামীমা স্বাধীনকে হত্যা করা হুমকির প্রতিবাদে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট সিটি অঞ্চল শাখা এক জরুরী সভায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল সোমবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় সংগঠনের সভাপতি রেহানা ফারুক শিরিনের সভাপতিত্বে ও মুহিবুর রহমান জনির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আইয়ুব আলী, জুবের আহমদ, মুমিনুর রহমান রনি, শাহ আলম, ফারুক মিয়া, নারী নেত্রী রাহিলা জেরিন কানুন, রাবেয়া আক্তার রিয়া, বিলকিছ জাহান, রহিমা বেগম, শাহিদা বেগম প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, একজন নিষ্ঠাবান কর্মঠ একনিষ্ট নিবেদিত জনসেবক কে এভাবে হত্যার হুমকি খুবই দুঃখ জনক। নিষ্টার সাথে কাজ করতে গিয়ে এভাবে হত্যা ও হামলার শিকার হলে জাতি সৎ ও যোগ্য নেতৃত্ব হারাবে। আমরা এই ন্যাক্কারজনক কাজের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অচিরেই দুষিদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান। বিজ্ঞপ্তি