বিজয় হত্যার দায় স্বীকার করল আল কায়দা!

Al Kayedaসুরমা টাইমস রিপোর্টঃ পুবালী ব্যংক জাউয়া বাজার শাখার কর্মকর্তা, যুক্তি সম্পাদক, বিজ্ঞান লেখক, মুক্তমনা বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করার পর টুইটারে একাধিক টুইট বার্তায় আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (AQIS)-এর পক্ষে ‘আনসার বাংলা ৮’ নামের এক আইডি এই হামলার দায় স্বীকার করেছে। তারা উল্লাস প্রকাশ করে আল্লাহু আকবার, আকবার বলে।
একই সাথে হত্যার ভিডিও শীঘ্রই প্রকাশ করবে বলেও জানানো হয়েছে। এছাড়া জাষ্টপেষ্ট.আইটি নামের একটি ওয়েবসাইট থেকেও দাবি করা হয়েছে আল কায়েদার ভারতীয় শাখা ব্লগার অনন্তকে হত্যা করেছে। একই সাথে তাদের তাদের অপারেশন সফল হয়েছে বলে উল্লেখ করে।Ansar Bangla
#BreakingNews Al-Qaeda in Indian Sub-Continent (#AQIS) claimed responsibility of killing #AnantaBijoy in #Sylhet.
#alQaeda Indian Sub-Continent (#AQIS) is taking responsibility of killing #AnantaBijoy. >>> http://justpaste.it/Bijoy
দুপুর ১টার দিকে আনসার বাংলা ৮ নামের টুইটার অ্যাকাউন্ট থেকে এক টু্ইট বার্তায় এ হত্যাকাণ্ডের জন্য আল কায়েদাকে দায়ী করে একটি বিবৃতি যোগ করা হয় যাতে লেখা রয়েছে, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আল-কায়েদা উপমহাদেশ (AQIS) এর ভাইরা আরও এক ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগারকে জাহান্নামে পাঠিয়েছেন! সে নাস্তিকদের আখড়া মুক্তমনার এডমিন এবং নিয়মিত বিভিন্ন নামে আল্লাহ ও তার রাসুল (সাঃ) এবং ইসলাম নিয়ে ব্যাঙ্গ-বিদ্রূপ করত।’
Ansar Bangla2এর আগে হত্যাকাণ্ডের ঘণ্টাখানেক পর আনসার বাংলা ৮ নামের অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় বলা হয়, ‘আল্লাহু আকবার!!! বাংলাদেশে আরও একজনকে হত্যা করা হয়েছে। শিগগিরই আমাদের অপারেশন টিমের কাছ থেকে খবরটি নিশ্চিত করব আমরা।’
পরে আরেকটি টুইট বার্তায় বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা ১০০% নিরাপদ।’
এরপর দুপুর পৌনে ১২টার দিকে আরেকট টুইটে বলা হয়, ‘আল কায়েদা ইন ইনডিয়ান সাবকন্টিনেন্ট সিলেটে অনন্ত বিজয় হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।’ পরবর্তী টুইটগুলোতে আনসার বাংলা ৮ এর নাম ব্যবহার না করে এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকারকারী হিসেবে আলকায়েদার নাম ব্যবহারের জন্য সাংবাদিকদের উদ্দেশে বলা হয়।
গত ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমির অদূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ওই ঘটনার দায় স্বীকার করে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখার সংশ্লিষ্টতার দাবি করা হয়েছিল।
অভিজিৎ হত্যাকাণ্ডের পর গত ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ে কুপিয়ে হত্যা করা হয় আরেক ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে।