খোঁজ মিলেছে সালাহ উদ্দিন আহমেদের
সুরমা টাইমস ডেস্কঃ নিখোজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের খোঁজ মিলেছে । তিনি বর্তমানে ভারতের মেঘালয়ের কোনো এক স্থানে অবস্থান করছেন বলে জানা যায়। কথিত নিখোঁজ হওয়ার দুইমাস পর তার সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। মঙ্গলবার দুপরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি বিষয়টি নিশ্চিত করেন।
হাসিনা আহমদ বলেন, ‘বেলা ১২টার দিকে ভারত থেকে তিনি (সালাহ উদ্দিন) আমাকে ফোন করেছেন। তার সঙ্গে কথা হয়েছে।’কিভাবে তাকে দেশে ফিরিয়ে আনা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নিবো। পরে আপনাদের সবাই বিষয়টি জানাবো’।
ভারতের সিলং এর মিনহান্স হাসপাতাল থেকে ফোন করে তার স্ত্রীকে সালাহ উদ্দিন বলেন, ‘আমি ভাল আছি। সবার দোয়ায় সুস্থ আছি।’ এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, সালাহ উদ্দিন মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টার কিছুক্ষণ আগে সালাহ উদ্দিনের সঙ্গে তার স্ত্রীর কথা হয়। এরপর হাসিনা আহমেদ সরাসরি যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায়।
বিএনপির সহ-দপ্তর সম্পদক আব্দুল লতিফ জনি গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়টি আমরাও শুনেছি। তবে এখনো নিশ্চিত নই। কারণ সালাহ উদ্দিন আহমেদ স্বশরীরে আমাদের মাঝে উপস্থিত না হলে এই বিষয়টি নিশ্চিতভাবে বলতে পারবো না।’
তিনি বলেন, ‘সালাহ উদ্দিনের পরিবারের সঙ্গে দলের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাই বিএনপি যখন নিশ্চিত হবে সালাহ উদ্দিন আহমেদ জীবত রয়েছেন, কেবলমাত্র তখনই বলা যাবে তিনি বেঁচে আছেন।’এর আগে গত ১৯ মার্চ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে সালাহ উদ্দিন আহমেদের সন্ধান না পাওয়ার গুজব ওঠেছিল। পরে ওই এলাকা অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কারোর সন্ধান পায়নি।
গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহ উদ্দিন আহমেদকে কিছু ব্যক্তি তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে আসছেন তার পরিবারের সদস্যরা।
তবে আইনশৃঙ্খলা বাহিনী বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। স্বামীর খোঁজ চেয়ে পরদিন রাতে গুলশান থানা ও উত্তরা থানায় জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন হাসিনা। এরপর ১২ মার্চ সালাহ উদ্দিন আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তার স্ত্রী হাসিনা আহমদ।
গত ৯ এপ্রিল শুনানি শেষে ১৫ এপ্রিল এ সংক্রান্ত আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন আদালত। পরে এ বিষয়ে আরও তথ্য উপস্থাপন করতে চাইলে আদালত ২০ এপ্রিল শুনানির আদেশের দিন নির্ধারণ করেন। ওই দিন আগামী ছয় মাস সালাহ উদ্দিন আহমদের খোঁজ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। প্রতি মাসের শুরুতে এই অনুসন্ধান প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আদালতে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।