সালাহ উদ্দিনের ফেরার অপেক্ষায় র‌্যাব

SalahUddinসুরমা টাইমস ডেস্কঃ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের অপেক্ষায় আছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব। সালাহ উদ্দিনের সন্ধান পাওয়ায় এই সংস্থাটি সন্তোষ প্রকাশ করেছে। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম বলেন, ‘আমরা সালাহ উদ্দিনের সন্ধান পাওয়ায় অত্যন্ত খুশি। তার ফেরার অপেক্ষায় আছি। তিনি ফিরলেই সব কিছু জানা যাবে।’
সালাহ উদ্দিন নিখোঁজ হওয়ার শুরু থেকেই পরিবার ও বিএনপি র‌্যাবকে দায়ী করে আসছে। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, র‌্যাবই সালাহ উদ্দিনকে ধরে নিয়ে গেছে। এর স্বপক্ষে প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি।
আর শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে র‌্যাব। র‌্যাব বলেছে, কারো কাছে কোনো তথ্য-প্রমাণ থাকলে সেটা উপস্থাপন করা হউক।
এ বিষয়ে মেজর মাকসুদুল আলম জানান, ‘কেউ অভিযোগ করলেই তো হবে না। অভিযোগের সঙ্গে তথ্য প্রমাণও লাগে। বিষয়টিতো এখন পরিষ্কার যে সালাহ উদ্দিন র‌্যাবের কাছে ছিল না। তবে তিনি ফিরলেই সব কিছু আরও পরিষ্কার হবে বলে তিনি জানান।
এরকম অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই সন্ধান মিলেছে সালাহ উদ্দিন আহমদের। ভারত থেকে তিনি ফোন করেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমদ।