বেগম জিয়ার উপর থেকে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করুন : খালেদ
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার উপর থেকে ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার না করলে খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে সিলেট ছাত্রদল সর্বশক্তি নিয়োগ করে আন্দোলনে ঝাপিয়ে পড়বে। তিন তিন বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশের ১৬ কোটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। এদেশের আপামর মানুষ আবারও বেগম জিয়াকে ক্ষমতায় দেখতে চায়। সরকার জিয়া পরিবারকে ধ্বংস করতে এবং জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদেশের একজন জাতীয়তাবাদী কর্মী থাকতেও সরকারের সেই ইচ্ছা পুরণ হবে না। তিনি বলেন, সময় থাকতে পদত্যাগ করুন। নয়তো এদেশের সাধারণ মানুষ টেনে হেচড়ে আওয়ামীলীগকে ক্ষমতা থেকে নামাবে।
তিনি গতকাল সোমবার কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিক্ষোভ মিছিলটি কদমতলী থেকে শুরু হয়ে ওভারব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদ আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম রুমেল, ওলিউর রহমান ওলি, এহতেশামূল হক সবুজ, রাসেল আহমদ, জুবায়ের আহমদ লিলু, উপজেলা ছাত্রদল নেতা আহসান উদ্দিন মামুন, জাসিম আহমদ, মেহদি হাসান সাজাই, এমাদ আহমদ, আব্দুল মুমিন, আবু বকর সিদ্দিক, হুমায়ুন রশিদ, আনোয়ার হোসেন, সেলু আহমদ, রাহেল আহমদ, রিপন আহমদ, শাহীন আহমদ, ওলীউর রহমান, ফেরদৌস, শাহজাহান, রায়হান আহমদ, অপু আহমদ, সজিব আহমদ, বাবলু, সোহাগ, তালহা, সামাদ, ইব্রাহীম, রুহুল, সোয়েব, এমাদ, বকুল, ইমন, অমি, আকাশ, জাবেদ, তোষার, মান্না, মুন্না, সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি