মৌলভীবাজারে হিজড়াদের মানবাধিকার ও স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত
মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যেগে হিজড়াদের এইচআইভি/এইডস মানবাধিকার ও স্বাস্থ্য বিষয়ক এলএসএম সভা অনুষ্ঠিত হয়েছে গত ১১ মার্চ সকালে। বিশিষ্ট ব্যবসায়ী মো: আলাউদ্দিন রানার সভাপতিত্বে ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি মৌলভীবাজার সদর ডিআইসি ম্যানেজার শরিফ মামুনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন সত্য কাম দত্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপারটেন্ড মো: সিদ্দিকুররহমান, , সিলেট যুব একাডেমীর ডিআইসি কো-অর্ডিনেটর জনি আক্তার, সচেতন সাহায্য সংস্থার প্রজেক্ট ম্যানেজার আব্দুল মোতালিব, দৈনিক সিলেট বানী ও দৈনিক স্বাধীনমত ও অনলাইন নিউজ পোর্টাল অপরাধ সংবাদ পত্রিকার প্রতিনিধি মশাহিদ আহমদ, ১১নং মোস্তফাপুর ইউপি সদস্য মোঃ শহিদ আলী, ইমেরিয়াল কলেজের শিক্ষক মাসুম, পংকজ কান্তি পাল, সৈয়দ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন শর্মা, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি কাউন্সেলর আব্দুল্লাহ-আল-মামুন ও আউটরীচ সুপারভাইজার মোঃ মিলন হোসেন প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে এইচআইভি/এইডস নিমুলে সম্মিলিত প্রচেষ্টা, হিজড়াদের পুনর্বাসন ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ব্যক্তি উদ্যেগের পাশাপাশি সরকারের সহযোগিতা কামনা করেন।