শিক্ষকের উপর হামলা : বিশ্বনাথে বিএনপি’র দুই নেতা গ্রেফতার : শিক্ষক সমিতির মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলার বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নানু মিয়া’র ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলা বিএনপি নেতা’সহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা বিএনপি নেতা নাজমুল ইসলাম রুহেল ও বড়তলা গ্রামের খছরু মিয়া’র পুত্র মারজান আলী। গতকাল সোমবার সিলেট শহরের মধুবন মার্কেটের সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানাযায়, গত ৩০ আগস্ট দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে উপজেলার পনাউল¬¬াবাজার সংলগ্ন ‘জাহিদ হোসেন বজলু’র বাড়ির সামনে হামলার স্বীকার হন শিক্ষক নানু মিয়া। এঘটনায় নানু মিয়া’র বড় ভাই চুনু মিয়া বাদি হয়ে ‘বিএনপি নেতা নাজমুল ইসলাম রুহেল, জাহিদ হোসেন বজলু, ফখরুল হোসেন কয়েছ, মদব্বির হোসেন কামরান, মারজান আলী, খালেদ হোসেন’কে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। আর ওই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সালাম জানান।
এদিকে গতকাল সোমবার স্কুল শিক্ষক নানু মিয়া’র ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথ উপজেলা সদরের ‘বাসিয়া সেতুর’ ওপর মানববন্ধন পালন করেছে উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি। সমিতির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌছ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক করুনা কান্ত দাশ তালুকদার, আবদুল কাইয়ুম সাকি, শামছুদ্দিন, গোলাম রব, আমিরউদ্দিন, আবদুল কাইয়ুম চুনু, আবদুল আহাদ, হিমাংশু রায়, কাজী মাহমুদ, বিপ¬ব রায়, শিক্ষক আনসার আলী, জাহাঙ্গীর আলী, লোকমান হোসেন, শাহ আলম, আবদুল হক, অলিউর রহমান, জিলু মিয়া, কুমোদ রঞ্জন, ইকবাল হোসেন, ফারুক মিয়া, মানিক মিয়া নোমানউদ্দিন, জহিরুল হক, বরুণ দাস, সন্টু কান্ত দে, বিধান দাস, উবায়দুর রহমান, অজিত পাল, মুজিবুর রহমান, অমল তালুকদার, আলমাছ আলী, নিরঞ্জণ, নোমান আহমদ, গোলাপ দাস, ইমদাদুল হক, জাহাঙ্গীর আলী, গোলাম কবির, মোজাহির, শিক্ষিকা রতœা দাস, উম্মে কুলসুম, মনোয়ারা বেগম, নিবেদিতা,আকলিমা বেগম।