দক্ষিণ সুরমায় বজ্রপাতে ২ জনের মৃত্যুতে শোক
গত রোববার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের দামরিয়া হাওরে বজ্রপাতে কৃষক আলী হোসেন (২৫) ও শিশু রাজু মিয়া (১৪) এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শফী আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন, সাধারন সম্পাদক শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ ।
সোমবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ- বজ্রপাতে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি