ডেস্ক রিপোর্টঃ যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টার অভিযোগে অন্তত ২০ জন জঙ্গির শিরচ্ছেদ করল আইএস। সংবাদসংস্থা সূত্রে খবর, ইরাকের নিভেনা প্রদেশের মোসুল শহরে যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টা করে জনা ২০ আইএস জঙ্গি। ধরে তাদের প্রকাশ্যে শিরচ্ছেদ করে সংগঠনের শীর্ষ নেতারা।
এক আইএস জঙ্গি পরে জানিয়েছে, শুক্রবার রাতে মোসুলের সীমান্ত থেকে ওই জঙ্গিদের গ্রেফতার করা হয়। তাদের শারিয়া আদালতে পেশ করে শিরচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। ওই জঙ্গিদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে আইএস-এর শীর্ষ নেতৃত্ব।
বিশেষজ্ঞদের মতে, এইভাবে অন্যান্য জঙ্গিদের কঠোর বার্তা পাঠাল আইএস যে, যারা পালানোর চেষ্টা করবে, তাদের এই পরিণতি হবে। জানা গিয়েছে, এদিন প্রকাশ্যে কয়েক’শ আইএস জঙ্গিদের সামনে এই জঙ্গিদের শিরচ্ছেদ করা হয়। এই প্রথম নয়। এধরনের বর্বর শাস্তি এর আগেও নিজেদের জঙ্গিদের দিয়েছে আইএস।
চলতি মাসের গোড়ায় ইরাকি সেনার বাধায় একটি শহর হাতছাড়া করার জন্য কয়েকজন জঙ্গিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল বলে অভিযোগ। প্রসঙ্গত, মোসুল হল আইএস-এর শক্ত ঘাঁটি।