কক্সবাজারের পুলিশের ক্রসফায়ারে তিন জন নিহত
সুরমা টাইমস ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে পুলিশের ক্রসফায়ারে তিনি ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার ভোরে শুক্রবার ভোর টেকনাফের হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার আবুল হোসেনের ছেলে ধলু হোসেন (৫৫), সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার আবদুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) ও একই ইউনিয়নের খাড়িয়াখালির কবির আহমেদের ছেলে জাফর আলম (৩৮)। ক্রসফায়ারে নিহত ওই ব্যক্তি মানবপাচারের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন টেকনাফ থানার ওসি আতাউর রহমান খন্দকার। তাদের নামে একাধিক মামলা রয়েছে।