২৯ এপ্রিল মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের সম্মেলন

মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, গণতন্ত্রিক শ্রম আইন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রদানের দাবি

নিম্নতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, গণতন্ত্রিক শ্রম আইন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিকে সামনে রেখে আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার ৪র্থ সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে। সম্মেলন সফল করার লক্ষ্যে ৪ মে সন্ধ্যায় সংগঠনের চৌমুহনাস্থ কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্টিত হয়। প্রস্তুতি কমিটির আহবায়ক রজত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, রিকশা শ্রমিক সংঘের জেলা সভাপতি সোহেল আহমেদ, স’মিল শ্রমকি সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ মিয়া, চা-শ্রমিক সংঘের আহবায়ক রাজদেও কৈরী, শংকর বৈদ্য, মীর মোঃ জসিমউদ্দিন, তারেশ বিশ্বাস, কিসমত মিয়া, আব্দুল আমিদ প্রমূখ। সভায় আগামী ২৯ মে সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন বেসিক সংগঠনে ধারাবাহিকভাবে কর্মীসভা করা, লিফলেট ও পোস্টার প্রকাশ করাসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এ প্রেক্ষিতে হোটেল শ্রমিক ইউনিয়ন আগামী ৬ মে শেরপুরে ও ১৪ মে কুলাউড়ায় কর্মীসভা, রিকশা শ্রমিক সংঘ ৮ মে জেলা শহরে কর্মীসভা, চা শ্রমিক সংঘ ১৭ মে কর্মীসভা ও স’মিল শ্রমিক সংঘ ২২ মে জেলা কর্মীসভা করার সিদ্ধান্ত। এছাড়া আগামী ১৩ মে বিকাল ৪ টায় সম্মেলন প্রস্তুতি কমিটির পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়। সভা থেকে ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, ৮ ঘন্টা কাজ, শ্রম আইন কার্যকর, সমকাজে সমমজুরি, দৈনিক ৩০০ টাকাসহ চা-শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদান, হোটেল ও স’মিলসহ বিভিন্ন সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম কার্যকর, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রদানের দাবি করা হয়। বিজ্ঞপ্তি