মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে জুলুমবাজ সরকারকে হটাতে হবে

——- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী
khelafot-mojlisমশাহিদ আহমদ, মৌলভীবাজার : খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী বলেন, সরকার এখন দেশের মানুষের ওপর জুলুম করছে। নিরপরাধ সাধারণ মানুষকে জেলে আটকে রেখেছে। মানুষের তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কাজেই মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে জুলুমবাজ সরকারকে হটাতে হবে। গত ৩ মে মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের উদ্যোগে জেলার সদস্যদের নিয়ে দিনব্যাপী এক তরবিয়তি মজেিসর প্রধান অতিতির বক্তওব্য তিনি এ কথাগুলো বলেন। রবিবার সকাল ১০টা থেকে শহরের স্থানীয় এক মিলনায়তনে এ তরবিয়তি মজলিস অঅনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম। অধ্যাপক আবদুল হালিম বলেন,একক ব্যক্তির কাছে বায়াত গ্রহনের চেয়ে একটি জামাতের কাছে বায়াত গ্রহন শ্রেয়, কারন ব্যক্তির পদস্খলন ঘটতে পারে. ইসলামের সবদিক নিয়ে সয়ং সম্পূর্ণ ব্যক্তির অভাব রয়েছে সমাজে, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল খানজাহানরা ছিলেন সবদিকে অগ্রগামি। শুধু দেশে নয় বিশ্বের কন্দরে কন্দরে মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, সংগঠন সম্প্রসারণ, জনসম্পূক্তি ও ব্যাপক পরিচিতি আনয়নে ২০ দলীয় জোটে আমরা আছি। যেকোনো মুহূর্তে বেড়িয়েও যেতে পারি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার শহর সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, জেলা সাধারণ সম্পাদক মাও. আহমদ বিলাল, মাও. জয়নুল আবেদীন, মাও. লুৎফুর রহমান প্রমুখ।