কানাইঘাটে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের সীমান্তবর্তী ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কাড়াবাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একতলা পাকা অফিস রুম গতকাল বুধবার রাত অনুমানিক ৪টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তচক্র পুড়িয়ে দিয়েছে। আগুনে স্কুলের অফিস কক্ষের যাবতীয় আসবাবপত্রসহ স্কুলের প্রয়োজনীয় সকল কাগজপত্র পুড়ে ছাই হয়ে অনুমানিক ৫০হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা ভবনটি। স্কুলের ভারপ্রাপ্ত প্রদান শিক্ষক নজরুল ইসলাম জানান, বুধবার ভোর রাতে তাকে স্থানীয় লোকজন ফোন দিয়ে বলেন স্কুলের অফিস কক্ষে আগুন জ্বলছে। খবর পেয়ে তিনি সকাল ৮টার দিকে স্কুলে আসেন। এ সময় এলাকার অসংখ্য লোকজন সেখানে জড়ো হয়ে এ ধরনের গৃণিত কর্মকান্ডের নিন্দা করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান। শিক্ষক নজরুল ইসলাম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। পরে বিকেলে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা ও কানাইঘাট থানা পুলিশ স্কুলটি পরিদর্শন করেন। উল্লেখ্য যে, কাড়াবাল্লা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আদিপত্য বিস্তার নিয়ে গত ২বছরে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।