মালনীছড়ায় ১৬ ফুট লম্বা অজগর উদ্ধার
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে শহরতলীর মালনীছড়া চা বাগান এলাকা থেকে ১৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন বাগান শ্রমিকরা। রোববার (৩ মে) দুপুরে ওই চা বাগানের এক নম্বর সেকশনের গেট থেকে অজগরটি উদ্ধার করা হয়।
মালনীছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক এম আজম আলী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিশালাকারের অজগরটি চা বাগানের মেইন গেটের রাস্তায় শুয়ে ছিলো। বাগান শ্রমিক ও স্থানীয়রা সাপটি উদ্ধার করে একটি খাঁচায় ভরে রাখেন।
বর্তমানে সাপটি বাগানের সিনিয়র সহকারী ব্যবস্থাপক মাহমুদ হোসেন চৌধুরীর বাংলোয় রাখা হয়েছে। অজগরটি নেওয়ার জন্য বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়েও খবর পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।