নগরীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর এয়ারপোর্ট থানার হুসনাবাদ এলাকায় আবদুর রহিম (২০) নামক এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে যে কোনো সময় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হুসনাবাদ এলাকার ইঞ্জিনিয়ার মতিন মিয়ার বাসায় ভাড়াটে থাকে আবদুর রহিমের পরিবার। তবে রহিম গোপনে বিয়ে করে শ^শুরবাড়িতেই থাকতো। বেশ কিছুদিন পর শুক্রবার সে নিজ বাসায় ফিরে। রাত সাড়ে ৯টার দিকে তার বাবা-মা প্রয়োজনীয় কাজে বাইরে যান।
তারা রাত সাড়ে ১০টার দিকে ঘরে ফিরে রহিমকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
এয়ারপোর্ট থানার ওসি গৌছুল আলম জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে প্রেরণ করা হবে।