বালাগঞ্জ ইউ সি সি লিঃ এর ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান বলেছেন একমাত্র সমবায়ের মাধ্যমেই বেকারত্ব দুর করা সম্ভব। এর জন্য সবাইকে সমবায় সমিতির সকল সদস্যদের স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি সকল সচেতন নাগরিকদের এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বালাগঞ্জ ইউ সি সি লিঃ এর ৩৫ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বালাগঞ্জ উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় বালাগঞ্জ ইউ সি সি লিঃ এর চেয়ারম্যান মোঃ আনহার মিয়ার সভাপতিত্বে ও পলী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম আকন্দের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বি আর ডিবি’র উপ-পরিচালক মুহাম্মদ রাশেদুল মামুন চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা সাদেক মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক পরিচালক মোঃ জুনেদ মিয়া, দক্ষিণ রাধাকোনা সমবায় সমিতির সভাপতি নুর উদ্দিন পুতুল।
কোরআন তেলাওয়াত করেন মিতালী বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী রুহেল আহমদ চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড: হাছানুল কবির কামালী, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানআব্দুল গফুর খালিছাদার, উপজেলা জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আনোয়ার উদ্দিন আহমদ, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু কৃপেশ শুক বৈদ্য, ইউসিসিলি: এর পরিচালক বিজয় কৃষ্ণ দাস, শেখ মঞ্জুরুল ইসলাম, মোঃ কামাল আহমদ, সিলেট জেলা বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা নিলু ভুষণ দে, আনসার মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, সাপ্তাহিক কুশিয়ারা কুল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ, বালাগঞ্জ নিউজের সম্পাদক আবুল হোসেন ইমন, যুবলীগ নেতা আইনুর আহমদ রুমন, আবদাল মিয়া, দুলাল আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।