মে দিবসে ট্রেড ইউনিয়ন সংঘের কর্মসূচী : ১লা মে কোর্ট পয়েন্টে সমাবেশ ও র‌্যালি

আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস পালনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার পক্ষ থেকে পহেলা মে লাল পতাকা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১লা মে সকাল ১০ টায় কোর্ট পয়েন্টে সমাবেশ ও পরবর্তী এক লাল পতাকা র‌্যালি অনুষ্ঠিত হবে। এই র‌্যালি ও সমাবেশে সংগঠনের বিভিন্ন বেসিক ইউনিয়ন, শাখা সংগঠন পৃথক পৃথক ভাবে নগরীর বিভিন্ন স্থানে জমায়েত হয়ে মিছিল সহকারে সমাবেশে যোগদান করবে। পূর্বাঞ্চল শাখার অধীনে থাকা বিভিন্ন শ্রমিক ইউনিট ইসলামপুর মেজরটিলা কার্যালয় প্রাঙ্গন, স-মিল শ্রমিক সংঘ, সারদা হল (আলী আমজদ ঘড়ি ঘর) প্রাঙ্গন থেকে জমায়েত হয়ে মিছিল সহকারে সমাবেশে যোগদান করবে। হোটেল শ্রমিক ইউনিয়ন কোর্ট পয়েন্টে তাদের নির্ধারিত সমাবেশ শেষ করে ট্রেড ইউনিয়ন সংঘের কর্মসূচীতে অংশ গ্রহণ করবে। সংগঠনের অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র শ্রমিক ইউনিটও পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগদান করবে । মে দিবসের কর্মসূচী সফলের লক্ষ্যে গতকাল ২৭ এপ্রিল রাত ৮.০০ ঘটিকার সময় মে দিবস পালন প্রস্তুতি কমিটির এক সভা সংগঠনের মহাজনপট্টিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহবায়ক রুপক দাস। আলোচনা করেন ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ-সভাপতি সুরুজ আলী, সদস্য জয়দীপ দাস, স-মিল শ্রমিক সংঘের সাধারণ রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: সাদেক মিয়া, মহানগর কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘ পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক খোকন আহমদ। সভা থেকে ট্রেড ইউনিয়ন সংঘের গৃহীত কর্মসূচী সফল করার জন্য সংগঠনের সকল বেসিক ইউনিয়ন এর নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।