সুরমা টাইমস ডেস্কঃ নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মময়ী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান ও প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাত ২টা ২০মিনিটের দিকে নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মময়ী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় সোয়া এক ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ৮টি সবজির দোকান, একটি শুটকির দোকান ও একটি চটের দোকন পুড়েছে বলে জানান তিনি। অগ্নিকান্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।