ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি : নগরীতে সাংবাদিক আটক

sylhetpress.comসুরমা টাইমস রিপোর্টঃ চাদাবাজির অভিযোগে সিলেট নগরী থেকে এক ভূয়া সাংবাদিককে আটক করা হয়েছে। নগরীর জেলরোডস্থ কামরুল মেটালের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে তাকে আটক করে পুলিশে দিয়েছেন ব্যবসায়ীরা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে সিলেট কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক আহবাব হোসেন বাচ্চু (২৭) এর কাছে ‘দৈনিক নতুন দিন’ নামক একটি পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে। চাঁদা দাবির ঘটনায় কামরুল মেটালের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ। কামরুল মেটালের সত্ত্বাধিকারী কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে আহবাব হোসেন বাচ্চু নামের এক যুবক তার কাছে এসে চাঁদা দাবি করে। আহ্বাব কখনো তাকে সাংবাদিক আবার কখনো ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। তার মোটর সাইকেলের সামনে সিলেট প্রেস ডটকমের একটি স্টিকার লাগানোও ছিল। বিষয়টি তিনি আশপাশের ব্যবসায়ীদের অবগত করলে তারা এসে বাচ্চুকে আটক করে পুলিশে খবর দেন। রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সিলেট কোতোয়লি মডেল থানার ওসি সুহেল আহমদ জানান, জেল রোড থেকে এক চাঁদাবাজকে আটক করা হয়েছে। সে কখনো নিজেকে ডিবি পুলিশ দাবি করছে আবার কখনো নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।