“তোর মতো দুই/চারটা এসআই আমাদের পকেটে থাকে!”
সুরমা টাইমস ডেস্কঃ রাত তখন সাড়ে নয়টা। রাজধানীর পরিবাগ ওভার ব্রিজের কাছে ব্যাংক এশিয়ার সামনে জনৈক ডিবি’র এসআই-এর মোটরসাইকেলের সঙ্গে ছাত্রলীগের দুই কর্মীর মোটর সাইকেলে সংঘর্ষ বাধে।
এ নিয়ে দুপক্ষের মাঝে শুরু হয় বাক-বিতন্ডা, কেউ দমে যাওয়ার পাত্র নয়। গলার স্বর আস্তে আস্তে দুই পক্ষেরই বাড়তে থাকে।
ছাত্রলীগ কর্মীদের গলার স্বর একটু বেশিই মনে হচ্ছিল। এক পর্যায়ে ডিবির এসআই নিজের পরিচয় দিলে ছাত্রলীগ কর্মীরা এবার আরো ক্ষিপ্ত হয়ে বলে, তোর মতো দুই/চারটা এসআই আমাদের পকেটে থাকে।
এ পর্যায়ে ডিবির এসআই পুলিশকে ফোন দিলে সঙ্গে সঙ্গে পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে ছুটে আসে। পরক্ষণেই আসে পুলিশের গাড়ি।এক পর্যায়ে ছাত্রলীগের ঐ দুই কর্মীকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ডিবি পুলিশ কর্মকর্তা ও দুই ছাত্রলীগ কর্মীর পরিচয় জানা যায়নি।