ভাঙা গাড়ি নিয়েই প্রচারণায় খালেদা : ফের হামলা
সুরমা টাইমস ডেস্কঃ চতুর্থ দিনের মত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইতে ভাঙা গাড়ি বহর নিয়েই বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে গুলশান নিজ রাজনৈতিক কার্যালয় থেকে বের হন খালেদা জিয়া। ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ সংগঠনটির বেশকিছু নেতাকর্মী মোটরসাইকেলে তার গাড়িবহরের সঙ্গে আছেন। তবে আজও বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে কোনো পুলিশ প্রটেকশন নেই।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খালেদা জিয়া রাজধানীর শাজাহানপুর রেলওয়ে মার্কেটে প্রবেশ করে মগ প্রতীকে আব্বাসের জন্য ভোট চান। পাশাপাশি লিফলেটও বিলি করছেন তিনি। অন্যদিনের তুলনায় অনেক বেশি নেতাকর্মী খালেদা জিয়ার সঙ্গে আছে।
সোমবার রাজধানীর কাওরান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার পর মঙ্গলবারও একদল লোক তার গাড়ি বহরে মামলা চালিয়েছে। মঙ্গলবার রাত ৮টার পর নয়াপল্টনের পলওয়েল মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভা শেষ করে ফকিরাপুলে থেকে ইউটার্ন নেয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় লোকজন লাঠিসোটা, জুতা এবং বিভিন্ন দোকানের সামনে রাখা চেয়ার গাড়িতে ছুড়ে মারে। ‘পেট্রোল বোমায় আমার ভাই মরলো কেন, খুনি খালেদা জবাব চাই’ বলে স্লোগান দিতে থাকে তারা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ঘটনার সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় খালেদার গাড়ি দ্রুত স্থান ত্যাগ করে তার বাসার দিকে যায়। তার সঙ্গে থাকা নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে নিরাপদে সরে যায়।
প্রসঙ্গত, গতকাল সোমবার তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে হামলার শিকার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় ৬টার দিকে রাজধানীর কাওরান বাজারে তার গাড়িবহরে হামলা চালায় একদল লোক। এসময় খালেদার গাড়ি বহরের বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহতও হন।