যৌন হয়রানীর মতো ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে

দেশের বিভিন্ন স্থানে যৌন হয়রানীর প্রতিবাদে সিলেটে মানববন্ধনে বক্তারা

Manobbondon Picপহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি পাশবিক নির্যাতন ও যৌন হয়রানীর প্রতিবাদে সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ ও প্রতিরোধে সিলেটেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে পালন করা হয়েছে মানববন্ধন কর্মসূচি। যৌন হয়রানী নির্মূলকরন নেটওয়ার্ক সিলেট জেলার উদ্যোগে ২০ এপ্রিল সোমবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে যৌন হয়রানী নির্মূলকরন নেটওয়ার্ক সিলেট জেলার আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন স্থানে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন অনেক নারী। নির্যাতনকারীদের প্রতিহত করতে গিয়ে আহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র। দুঃখ জনক হলেও সত্য পুলিশের সামনেই এমন ন্যক্কারজনক ঘটনার শিকার হতে হয় নারীদের। ঘটনাস্থল গুলোর চারদিকে পুলিশ পরিবেষ্ঠিত থাকলেও বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই এক শ্রেণীর মানুষরূপি দানবরা হামলা করে নারীদের উপর।
যৌন হয়রানী নির্মূলকরন নেটওয়ার্ক সিলেট জেলার আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সনাক ও ব্লাস্টের সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী, টিআইবি’র এরিয়া ম্যানেজার নাজমা খাতুন নাজমা, সহকারী ম্যানেজার আশফাকুর নুর, সিলেট পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রিন্সিপাল আতাউর রহমান পীর, উদীচির সভাপতি কবি একে সেরাম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, বেলার সমন্বয়কারী এ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার, রোটারী ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট ইলেক্ট নিরেশ চন্দ্র দাশ, সুজনের সেক্রেটারী সৈয়দ জিয়াউল সামশ, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলি প্রভা চৌধুরী, সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শহিদুজ্জামান পাপলু, বৃক্ষ ছায়ার নির্বাহী পরিচালক শহিদ আহমেদ খান সাবের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যৌন হয়রানী নিমূর্ূূলকরন নেটওয়ার্কের কার্যকরি সদস্য আফিকুর রহমান আফিক, মিজানুর রহমান, শাহ আলম, আলী আহসান হাবীব, আব্দুল হাই আজাদ বাবলা, শামীম আরা, বাবলী রানি পুরকায়স্থ, মহিবুর রহমান প্রমুখ। বক্তারা আরো বলেন, শুধু টি এস সিতে নয় ঐদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলতলা রোড, চারুকলা, শহীদমিনার, কার্জনহল, সোহরাওয়ার্দী উদ্যান, শাহাবাগ এলাকা সহ সারাদেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি যৌন হয়রানি ও হামলার ঘটনা ঘটেছে।
যৌন হয়রানি নির্মূলকরন নেটওয়ার্ক সিলেট জেলা তথা বাংলাদেশের সচেতন নাগরিক প্রতিনিধি হিসেবে যৌন হয়রানির ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা ঘটনায় জড়িতদের অবিলম্বে ও অতিদ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি